দৈনিক সহযাত্রী

শিরোনাম

রাজাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর পরিচিতি সভা অনুষ্ঠিত

সহযাত্রী ডেস্ক: ২০ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার রাজাপুর উপজেলাধীন স্থানীয় হাজিরহাটে “রাজাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ” এর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া এবং কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়েছে।

তিনজন উপদেষ্টা সহ ৫১ সদস্যের কমিটির পরিচিতি প্রদান করেন সংগঠনের সভাপতি জনাব মোঃ আবু ইউসুফ সুমন। সাংগঠনিক সম্পাদক জনাব রেজাউল করিম শাহিনের সঞ্চালনায় সেক্রেটারি জনাব মোঃ রিয়াজ মৃধার সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অর্থ সম্পাদক জনাব মোঃ আজিজুল হাকিম, মাওলানা নুরুজ্জামান নোমানী, উপদেষ্টা জনাব পনু মৃধা, সাংবাদিক আতিকুর রহমান উপদেষ্টা জনাব মাওলানা ইদ্রিস আলী মৃধা।

সংগঠনের সভাপতি জনাব মোঃ আবু ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন রাজাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আপনাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আগামী দিনে অত্র এলাকার সকল কল্যাণমূলক কাজে সম্পৃক্ত থেকে আপনাদের খেদমতে নিয়োজিত থাকবেন। তিনি  আরো বলেন আপনারা এই সংগঠনের উদ্যোগে এলাকার গরিব ও দুস্থ মানুষ, প্রবীণ, বেকার এবং বিধবাদের তালিকা প্রস্তুত রাখবেন। যাতে সরকারের কোন দপ্তর সংশ্লিষ্ট ব্যক্তি বর্গকে সহায়তা করতে চাইলে আপনাদের মাধ্যমে করবেন। সভাপতি এর বক্তব্যে জনাব আবু ইউসুফ সুমন বলেন, আমরা এই অরাজনৈতিক সামাজিক সংগঠনের মাধ্যমে পুরো মহল্লার সমস্ত আনিথিক্যাল সিস্টেমকে ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে পরিবর্তন করে একটি নৈতিকতা সমৃদ্ধ সোসাইটি করার জন্য বদ্ধপরিকর। তিনি দ্যার্থহীন ভাবে বলেন এখন থেকে আমাদের মহল্লায় কোন সুদখোর, বেনামাজি এবং স্থানীয় নৈতিকতা বিবর্জিত নেতা বলে কোন ব্যাক্তি মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি হতে পারবেন না।
এখনো যেসব জায়গায় এইরকম কমিটি আছে দ্রুত ভেঙে দিয়ে মোরালিটি সম্পন্ন মানুষদেরকে সভাপতি ও সেক্রেটারির পদে আসীন করবেন । যাতে ইমামের অবর্তমানে ইমামতির দায়িত্ব পালন করতে পারেন।
উক্ত সভায় উপস্থিত ছাত্র-শিক্ষক, দিনমজুর রিক্সাওয়ালা চাকুরীজীবী এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এবং সম্মানিত অতিথিদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

প্রেস বিজ্ঞপ্তি

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter