এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘তাণ্ডব’ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। মুক্তির পর থেকেই সিনেমাটি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে সিনেমা মুক্তির পরপরই পাইরেসির শিকার হয়। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শাকিব খান এই পাইরেসির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, পাইরেসি সত্ত্বেও ‘তাণ্ডব’-এর দর্শক চাহিদা আরও বেড়েছে।
শাকিব খান বলেন, ‘পাইরেসি হওয়ার পরও এই বাজে মহলটা যেমন বুঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে, এই সিনেমা আর চলবে না সিনেমার সেল নেই। কিন্তু পাইরেসি হওয়ার পর ‘তাণ্ডব’-এর ডিমান্ড আরও বেড়ে গেছে। ইনশাআল্লাহ, আমি গতবারও যেমন বলেছি, ‘তাণ্ডব’ গুলশান থেকে গুলিস্থান পর্যন্ত সব জায়গায় মানুষকে মুগ্ধ করছে। ‘তাণ্ডব’ দেশ-বিদেশে যেখানেই যাচ্ছে, সেখানেই মানুষের মনে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘পাইরেসির বিরুদ্ধে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। বাংলা সিনেমা পুরো দেশের সিনেমা, এটা আমাদের সিনেমা। আমাদের সিনেমার উন্নয়নে আমাদের সকলকে কাজ করতে হবে। পাইরেটেড কপিকে ‘না’ বলতে হবে।’
শাকিব খান বিশেষভাবে ধন্যবাদ জানান দেশের সিনেমাপ্রেমী দর্শকদের। তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল সবসময় বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে চায়। একটি কুচক্রী মহল, যারা সবসময় বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে চায়। বাংলাদেশের সিনেমা আজ যেখানে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, খুব সম্মানের সাথে, গর্বের সাথে চলছে, সেই সময়ে এসে একটি বাজে মহল খারাপ মহল সবসময় চায় আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায়। আমরা যেন আর ভালো সিনেমা না বানাতে পারি।’
শাকিবের ভাষ্যে, ‘সেই জাতি সবচেয়ে উন্নত থাকে, যে জাতির সাংস্কৃতিক দিক সবচাইতে এগিয়ে যায়। আমরা আমাদের সিনেমাকে নিয়ে কালচারকে নিয়ে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছি, সেই মুহূর্তে দেখেন পাইরেসি করে দেয়। আমরা ‘বরবাদ’-এর সময় দেখেছি, এবার ‘তাণ্ডব’-এ দেখলাম যে আরও আগে পাইরেসি করে দিলো।’
 
                 
                                                                                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                