বন্ধু যখন শত্রুতে রূপ নেয়, তখন তার ভয়াবহ উদাহরণ তৈরি হয়েছে আলোচিত তৌহিদ আফ্রিদির ঘটনায়।
সূত্র জানায়, আফ্রিদির বাবাকে গুলশান থেকে গ্রেফতারের পরপরই ওই রাতে তিনি গোপনে রাজধানী ছেড়ে নোয়াখালীর উদ্দেশ্যে পালিয়ে যান। সেখানে আশ্রয় নেন তার এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী ও চেনাজানা বন্ধু রাহির বাসায়।
কিন্তু তদন্ত সংশ্লিষ্টরা জানান, রাহি গোপনে আফ্রিদির প্রতিটি অবস্থান ও পরবর্তী পরিকল্পনার খবর বাইরে পাচার করছিলেন। আফ্রিদি বিষয়টি টের পেয়ে নোয়াখালী থেকে বরিশালে পালিয়ে যান।
তবে ততক্ষণে পরিস্থিতি বদলে যায়। সাংবাদিক মহলের একজন সুনামধন্য ব্যক্তিকে রাহি সব তথ্য সরবরাহ করলে ডিবি পুলিশ বরিশালে অভিযান চালিয়ে আফ্রিদিকে সফলভাবে গ্রেফতার করে।
বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাই প্রমাণ করে ব্যক্তিগত সম্পর্কে অন্ধ বিশ্বাস কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। জীবনযুদ্ধে সবচেয়ে কাছের মানুষই কখনো কখনো বিশ্বাসঘাতক হয়ে দাঁড়াতে পারে।
 
                 
                                                                                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                