রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) আহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জড়ো হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় নুর আহত হন এবং তার মুখ থেকে রক্তক্ষরণ হতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, নুরকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। তার ফেসবুক পেজ থেকেও দাবি করা হয় যে, হামলার পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
একটি সূত্র জানায়, সংঘর্ষের সময় সেনাবাহিনী জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয় এবং গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ত্যাগ করতে বলে। নির্দিষ্ট সময়ের মধ্যে না সরায় সেখানে লাঠিচার্জ হয়, যাতে নুরসহ কয়েকজন আহত হন।
ঘটনার পর রাত ১০টা পর্যন্ত পল্টন ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করে। যান চলাচল আংশিকভাবে বন্ধ হয়ে যায় এবং অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়।
এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রথম দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন বলে জানা যায়।
 
                 
                                                                                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                