দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’ (Jan Nayagan) নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা থাকলেও, মুক্তির মাত্র ২৪ ঘণ্টা আগেও ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র পায়নি ছবিটি। ফলে অগ্রিম টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া মিললেও হতাশায় ডুবেছেন কোটি কোটি ভক্ত।
সেন্সর বোর্ডের ইউ-টার্ন ও জটিলতা প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, এক মাস আগেই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছিল। শুরুতে কিছু দৃশ্য কাটছাঁটের শর্তে সার্টিফিকেট দেওয়ার কথা থাকলেও, হঠাৎ করেই সেই প্রক্রিয়া স্থগিত করা হয়। এরপর নতুন গঠিত একটি কমিটির কাছে ছবিটি পুনরায় রিভিউয়ের জন্য পাঠানো হয়। এই আকস্মিক সিদ্ধান্তে শেষ মুহূর্তে আটকে গেছে ছবির মুক্তি।
আদালতে প্রযোজক, ঝুঁকিতে ৫০০ কোটি রুপি সেন্সর বোর্ডের এই ‘অযথা বিলম্ব’ চ্যালেঞ্জ করে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছেন প্রযোজকরা। তাদের দাবি, মুক্তির তারিখ ঘোষণার পর এভাবে ছবি আটকে যাওয়ায় প্রায় ৫০০ কোটি রুপি আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রযোজনা সংস্থা। প্রযোজকদের আইনজীবী সতীশ পরাসরন আদালতে জানান, পরীক্ষণ কমিটির ৫ সদস্যের মধ্যে ৪ জনই ছবির পক্ষে ছিলেন। মাত্র একজনের আপত্তিতে পুরো প্রক্রিয়া আটকে দেওয়া যুক্তিযুক্ত নয়। তিনি অভিযোগ করেন, সিবিএফসি তাদের নিজস্ব রুলস বা বিধি সঠিকভাবে অনুসরণ করেনি।
আদালতের পর্যবেক্ষণ ও রায় মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পি টি আশা সিবিএফসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কাটছাঁট সাপেক্ষে ছাড়পত্র দেওয়ার কথা বলার পর হঠাৎ কেন নতুন করে রিভিউয়ের সিদ্ধান্ত—তা জানতে চেয়েছেন আদালত। এই অবস্থানকে তিনি ‘স্বাস্থ্যকর নয়’ বলে মন্তব্য করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রায় সংরক্ষিত রেখেছেন। ইঙ্গিত পাওয়া গেছে, আগামীকাল ৯ জানুয়ারি সকালে অর্থাৎ মুক্তির দিন সকালেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
রাজনৈতিক গন্ধ? থালাপতি বিজয় এখন পুরোদস্তুর রাজনীতিতে সক্রিয়। তার এই রাজনৈতিক অবস্থানের কারণেই কি শেষ সিনেমাটি মুক্তির ক্ষেত্রে বাধার মুখে পড়ছে? চলচ্চিত্র অঙ্গন ও সাধারণ দর্শকদের মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
তারকা বহুল কাস্টিং ‘জন নায়াগান’ ছবিতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে, মমিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারাইন, প্রিয়ামণি ও সুনীল।