জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যিপ এরদোয়ান গাজার বর্তমান পরিস্থিতিকে মানবতার জন্য লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন।
তিনি বলেন, “ইউরোপ–আমেরিকায় একটি শিশুর আঙুলে কাঁটা ফুটলেও অভিভাবকরা কষ্ট পান। অথচ গাজায় শিশুদের হাত–পা অজ্ঞান না করেই কেটে ফেলা হচ্ছে। এটা মানবতার সর্বনিম্ন স্তর।”
এরদোয়ান আরও উল্লেখ করেন, গাজায় যু'দ্ধ চলছে বলা যাবে না। কারণ একদিকে রয়েছে আধুনিক অ'স্ত্রে সজ্জিত সেনাবাহিনী, অন্যদিকে কেবল নিরীহ মানুষ ও শিশু। তাঁর ভাষায়, “এটি কোনো স'ন্ত্রাসবিরোধী লড়াই নয়, বরং দখল, উচ্ছেদ, নির্বাসন, গণহ'ত্যা ও ধ্বংসযজ্ঞ।”