মেট্রোরেল চলবে আরও বেশি সময়, আজ থেকে নতুন সময়সূচি কার্যকর

সহযাত্রী ডেস্কঃ
মেট্রো রেল । ছবি: সংগৃহীত
মেট্রো রেল । ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোরেলে যাত্রীচাপ দিনদিন বাড়ছে। এই চাপ সামাল দিতে আজ রবিবার (১৯ অক্টোবর) থেকে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সকাল ও রাতে ট্রেন চলাচলের সময় আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

নতুন সূচি অনুযায়ী,

  • উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে (আগে ছিল ৭টা ১০ মিনিট)।

  • রাতের শেষ ট্রেন মতিঝিল থেকে উত্তরা অভিমুখে ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

শুক্রবারেও পরিবর্তন

শুক্রবারের সময়সূচিতেও আনা হয়েছে সামান্য পরিবর্তন। এখন থেকে প্রতি শুক্রবার মেট্রোরেল চালু হবে দুপুর ২টা ৩০ মিনিটে, যা আগে শুরু হতো বেলা ৩টায়।

প্রতিক্রিয়ায় যাত্রীরা সন্তুষ্ট

নতুন সময়সূচির প্রথম দিন সকালে যাত্রীসংখ্যা তুলনামূলক কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের উপস্থিতি বাড়তে দেখা গেছে। অনেক যাত্রীই সময়সূচি বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন এবং আরও বেশি ট্রিপ যুক্ত করার দাবি তুলেছেন।

ট্রিপ সংখ্যা বাড়ানোর সম্ভাবনা

ডিএমটিসিএল সূত্র জানায়, ট্রেনের ট্রিপ সংখ্যা বাড়ানো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ সংখ্যা বাড়ানো সম্ভব হতে পারে।

বর্তমানে প্রতিদিন প্রায় ৪ লাখেরও বেশি যাত্রী উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল ব্যবহার করছেন।

বিষয়:

মেট্রোরেল
এলাকার খবর

সম্পর্কিত