মহাসড়কে দাউদকান্দিতে ট্র্যাজেডি: বাস-অটো-বাইক সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

ডেস্ক রিপোর্ট
 ছবি:
ছবি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের পর আগুনে পুড়ে ঘটনাস্থলেই চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের শরীর এতটাই দগ্ধ হয়েছে যে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনায় আরও অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বানিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কীভাবে ঘটল দুর্ঘটনা? প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাহনগুলোতে আগুন ধরে যায় বা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়, যার ফলে ঘটনাস্থলেই চারজন দগ্ধ হয়ে মারা যান।

নিহত ও আহতদের পরিচয় দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, উদ্ধার করা চারটি মরদেহই আগুনে ঝলসে গেছে। নিহতদের মধ্যে রয়েছেন:

  • ১ জন পুরুষ।

  • ১ জন নারী।

  • ২ জন শিশু।

ধারণা করা হচ্ছে, নিহতরা একই পরিবারের সদস্য হতে পারেন, তবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহত ১০ থেকে ১৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের বক্তব্য ওসি ইকবাল বাহার বলেন, "সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি এবং মরদেহগুলো উদ্ধার করি। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।"

এলাকার খবর

সম্পর্কিত