বরিশাল-ঢাকা মহাসড়কের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পশ্চিম প্রান্তে (ঢালসংলগ্ন এলাকায়) আজ সকালে এক অজ্ঞাত ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ধারণা করা হচ্ছে কোনো পরিবহনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
ঘটনাস্থলে এখনো কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা পৌঁছাননি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহ উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।