দারুল হিকমাহ মডেল মাদ্রাসার শতভাগ সাফল্য, পুরস্কার বিতরণ অনুষ্ঠান

সহযাত্রী বরিশাল বিভাগীয় ডেস্ক:
প্রধান অতিথির বক্তব্য রাখছেন মোহাম্মদ আবু হানিফ ছবি:
প্রধান অতিথির বক্তব্য রাখছেন মোহাম্মদ আবু হানিফ ছবি:

বরিশাল জেলার মুলাদীতে অবস্থিত অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল হিকমাহ মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাস করে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এ উপলক্ষে ৩১ ডিসেম্বর (বুধবার) মাদ্রাসার নিজস্ব ক্যাম্পাসে হিফজ বিভাগের সবক ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কেএম ইমাম হোসাইন আল ফাহমি এবং সঞ্চালনা করেন উপাধ্যক্ষ মাওলানা বেলাল হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির পরিচালক, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাহী সদস্য এবং মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা গভর্নিং বডির সদস্য সাংবাদিক নেতা মোহাম্মদ আবু হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি, মুলাদী মহিলা কলেজের সভাপতি ও ঢাকা মডার্ন সিটি লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর মো. ইব্রাহিম হোসেন খান।
বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১২০ জন এ প্লাস এবং ৭০ জন এ গ্রেড অর্জন করে শতভাগ পাসের কৃতিত্ব দেখায়। অনুষ্ঠানে হিফজ বিভাগের নতুন শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীরা কেরাত, হামদ-নাত, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিটি শ্রেণিতে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ২০২৫ শিক্ষাবর্ষে মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভাগ, জেলা ও থানা পর্যায়ে মোট ৩৬টি পুরস্কার অর্জন করে।
অনুষ্ঠানস্থলটি শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মিলনমেলায় পরিণত হয়। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু হানিফ অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনার সন্তান আপনার সম্পদ। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আপনাকে যথাযথ ভূমিকা রাখতে হবে। উপজেলার মধ্যে অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করিয়ে আপনারা সেই দায়িত্ব পালন করেছেন।”
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আদর-যত্ন ও ভালোবাসার সঙ্গে শিক্ষা দিতে হবে। শ্রেণিকক্ষে প্রস্তুতি নিয়ে প্রবেশ এবং পাঠদানের সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে এই প্রতিষ্ঠান একদিন জেলা ও সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুলাদী মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম হোসেন, কবির খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম খান, মুলাদী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক মনসুর হেল্লাজ, ইসলামাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষক মো. দিদারুল আহসান এবং ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের মুলাদী শাখা ব্যবস্থাপক রুহুল আমিন বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এলাকার খবর

সম্পর্কিত