বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইমরান সিকদার (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের মেজর জলিল (শিকারপুর) সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া নতুনহাট এলাকার মৃত সেলিম শিকদারের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান মোটরসাইকেলযোগে উপজেলার নতুনহাট স্টেশন থেকে উজিরপুরের ইচলাদির দিকে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে একটি বাস ধাক্কা দিলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে ইমরানের স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় পরিবারের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক বাসটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
 
                 
                                                                                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                