ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের উন্নয়নের জন্য নতুন সংগঠন রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরাম আত্মপ্রকাশ করেছে। গত ১৫ অক্টোবর বুধবার বেলা ১১টায় রাজাপুরের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। আলোচনার মাধ্যমে ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির এডভোকেট হাফিজুর রহমানকে প্রধান উপদেষ্টা করে রাখা হয়েছে। এছাড়াও মাওলানা মোঃ আবু ইউসুফকে সভাপতি এবং মাওলানা মোঃ জসীম উদ্দীনকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে। এই কমিটিতে মোট ১৫১ জন সদস্য স্থান পেয়েছেন।
সভায় অংশগ্রহণকারীরা দল-মত, জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে ঝালকাঠি-১ আসনের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছেন। বিশেষভাবে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সামাজিক উন্নয়ন ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
 
                 
                                                                                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                