হাফেজ আবু হানিফ গাজীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সহযাত্রী ডেস্ক:
জাতীয় প্রেসক্লাবের সামনে হাফেজ আবু হানিফ গাজীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন ছবি: সংগৃহীত
জাতীয় প্রেসক্লাবের সামনে হাফেজ আবু হানিফ গাজীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন ছবি: সংগৃহীত

হাফেজ আবু হানিফ গাজীর হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে আজ শনিবার সকাল ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মোহাম্মদপুর ও ধানমন্ডিবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব জনাব ইমদাদুল হক। মানববন্ধনে বক্তারা বলেন, হাফেজ আবু হানিফ গাজীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এমন হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। তারা অবিলম্বে এ হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচার দাবি করেন। বক্তারা আরও বলেন, যদি অল্প সময়ের মধ্যে বিচার কার্যক্রম শুরু না হয়, তবে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

আবু হানিফ গাজীর মা মানববন্ধনে উপস্থিত হয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সন্তানের হত্যার বিচার চাই, আর কিছু আমি চাই না। খুনিদের দ্রুত খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে।”

তার স্ত্রী বলেন, “আমার দুটি সন্তান নিয়ে আজ রাস্তায় দাঁড়িয়েছি শুধুমাত্র স্বামীর বিচারের দাবিতে। সরকার যেন আমাদের পাশে দাঁড়ায়।”

সভাপতি ইমদাদুল হক তার সমাপনী বক্তব্যে বলেন, “ন্যায়বিচার মানুষের মৌলিক অধিকার, তা নষ্ট করার অধিকার কারো নেই। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে রয়েছে, তাদের দায়িত্ব এই মৌলিক অধিকার রক্ষা করা। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের জোর দাবি জানাই।”

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে মোহাম্মদপুরের ভাড়া বাসা থেকে বের হওয়ার পর আবু হানিফ গাজী আর ফিরে আসেননি। রাত ১০টার দিকে সাভারের বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ তার নিজ এলাকা বরিশালের মুলাদী থানার নাজিরপুর ইউনিয়নের চরনাজীরপুর গ্রামে দাফন করা হয়।

মানববন্ধনে নাজিরপুরের বহু গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত