“সত্য প্রকাশে আমরা ঐক্যবদ্ধ” - এই স্লোগানকে সামনে রেখে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে থানায় আত্মপ্রকাশ করেছে সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত জাতীয় অনলাইন ‘৭১ সংবাদ’-এর স্টাফ রিপোর্টার ও দৈনিক ভোরের অঙ্গীকার-এর মেহেন্দিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ রুবেল তালুকদার। সাধারণ সম্পাদক হয়েছেন বণিক বার্তা ও ভোরের চেতনা পত্রিকার মেহেন্দিগঞ্জ প্রতিনিধি বিএম নাঈম মাহমুদ।
এছাড়াও দায়িত্বপ্রাপ্তরা হলেন-
সহ-সভাপতি: বাকের উল ইসলাম, নাসির উদ্দিন
যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুর রহমান নাঈম, রায়হান হাওলাদার
সাংগঠনিক সম্পাদক: মাহমুদুল হাছান
কোষাধ্যক্ষ: গাজী তাওহীদ রায়হান
দপ্তর সম্পাদক: আসাদুল ইসলাম (আসাদ)
প্রচার ও প্রকাশনা সম্পাদক: আতিকুর রহমান
কমিটির সদস্য পদে রয়েছেন: স্বপন খান, মিঠুন সিং, খন্দকার আলী হাসান, ওমর ফারুক, মুরাদ খান মুহিদ, সিয়াম বিশ্বাস ও রিপন শেখ।
সাংবাদিক ইউনিয়নের নবগঠিত নেতৃত্ব আশা প্রকাশ করেছেন, এই সংগঠন মেহেন্দিগঞ্জের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করে দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।