মুলাদীতে বাস দুর্ঘটনায় নারী নিহত

সহযাত্রী বরিশাল বিভাগীয় ডেস্ক:
মুলাদীতে বাস দুর্ঘটনায় নিহত মোসা: রিনা বেগম। ছবি: সংগৃহীত
মুলাদীতে বাস দুর্ঘটনায় নিহত মোসা: রিনা বেগম। ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় মোসাঃ রিনা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার সকালে হিজলা থেকে বরিশালগামী মুজাহিদ পরিবহনের একটি বাসে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি মুলাদী সিনেমা হলের সামনে পৌঁছালে রিনা বেগম গাড়ির জানালা দিয়ে মাথা বের করে রাখেন। এসময় চলন্ত অবস্থায় বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিনা বেগম বরিশালের হিজলা উপজেলার শংকরপাশা গ্রামের রিপন হাওলাদারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

এলাকার খবর

সম্পর্কিত