ভোররাতে হঠাৎ কেঁপে উঠল দেশ: ৫.২ মাত্রার ভূমিকম্পে সিলেটে তীব্র আতঙ্ক!

ডেস্ক রিপোর্টঃ
 ছবি:
ছবি:

সারা দেশ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন প্রান্ত। আজ সোমবার (৫ জানুয়ারি) ভোররাতে সিলেটসহ দেশের বেশ কিছু অঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটি কেঁপে ওঠায় অনেকের ঘুম ভেঙে যায় এবং জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

কম্পনের সময় ও মাত্রা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, আজ ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল বলে জানা গেছে।

উৎপত্তিস্থল ও গভীরতা ইউএসজিএসের তথ্যে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ‘ধিং’ এলাকায়। ভৌগোলিক অবস্থান অনুযায়ী, এটি বাংলাদেশের সিলেট সীমান্তের বেশ কাছাকাছি। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। গভীরতা খুব বেশি না হওয়ায় কম্পনের তীব্রতা ভূপৃষ্ঠে ভালোভাবে অনুভূত হয়েছে।

জনমনে আতঙ্ক ও প্রতিক্রিয়া ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এর প্রভাব লক্ষ্য করা যায়। ভোররাতে কম্পন অনুভূত হওয়ার সাথে সাথেই সিলেট নগরী ও এর আশপাশের বাসিন্দারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের আতঙ্কের কথা জানান। অনেকেই জানান, কম্পনে তাদের খাট ও আসবাবপত্র কেঁপে ওঠে, ফলে ভয়ে তারা জেগে ওঠেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বারবার কাঁপছে সিলেট সিলেট অঞ্চলটি ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা ‘ডেঞ্জার জোন’ হিসেবে পরিচিত। এর আগেও গত বছরের (২০২৫ সাল) ১০ ডিসেম্বর মধ্যরাতে সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই দিন রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার এবং এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়। এক মাসেরও কম সময়ের মধ্যে আবারও এমন শক্তিশালী কম্পন এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়াচ্ছ।

এলাকার খবর

সম্পর্কিত