গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এতে তিনি আহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। আলী আহসান জানান, বাইক দুর্ঘটনায় তার হাত-পায়ের চামড়া ছিলে গেছে এবং জামা-কাপড় ছিঁড়ে গেছে। তবে বড় কোনো ক্ষতি থেকে তিনি আল্লাহর রহমতে রক্ষা পেয়েছেন বলে উল্লেখ করেন।
তিনি লিখেছেন, “নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম। ফেরার পথে বারিধারা যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ি। সবাই দোয়া করবেন।”
উল্লেখ্য যে, গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে সংঘর্ষে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বেপরোয়া লাঠিচার্জে গুরুতর আহত হন নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। নুরের উন্নত চিকিৎসার জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করেছে কর্তৃপক্ষ।
 
                 
                                                                                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                