হবিগঞ্জ জেলা পুলিশের তিন সদস্যকে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, পুলিশের সদর কোর্টে দায়িত্ব পালনকালে অভিযুক্ত তিন সদস্য নির্ধারিত দিনে আদালতে হাজির হননি। এ কারণে তাঁদের শোকজ করা হয়েছে।
শোকজকৃতরা হলেন—
১. কনস্টেবল/১৩০৩ মো. দুলাল মিয়া (বিপি-৮০০৩০৮৪৯১), সদর কোর্ট।
২. কনস্টেবল/১৪৮৪ সুমন আহমেদ (বিপি-৬৯৩৯২৪৮৪), অপরাধ শাখা, পুলিশ অফিস।
৩. কনস্টেবল/১৭৯ ইফতেখার হোসেন সুমন (বিপি-০০২০২০৫১৯১), অপরাধ শাখা।
আদেশে উল্লেখ করা হয়েছে, কেন তাঁরা দায়িত্বে অবহেলা করেছেন তার লিখিত জবাব ২ কার্যদিবসের মধ্যে দিতে হবে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গজনিত ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জের পুলিশ সুপারের কার্যালয় থেকে ২১ আগস্ট ২০২৫ তারিখে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।