রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত সভা থেকে সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ ১৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে। আপাতত সবাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শফিকুল ইসলাম আরও বলেন, “তাদের মোবাইল ফোনে উসকানিমূলক বক্তব্য পাওয়া গেছে। অনলাইন কার্যক্রম যাচাই করেই গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ডিআরইউ মিলনায়তনে সভার এক পর্যায়ে কিছু ব্যক্তি বাধা সৃষ্টি করেন। তারা সভার অতিথি ও আয়োজকদের অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেন। সভা ভণ্ডুলকারীদের দাবি, পতিত আওয়ামী লীগের পক্ষে এই সভার আয়োজন করা হয়েছিল।
 
                 
                                                                                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                