কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৮নং আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপির নবগঠিত নেতৃত্বকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিনের সঞ্চালনায় এবং ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবগঠিত ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম হোসেন গোলাপ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবগঠিত সাধারণ সম্পাদক আবুল কালাম মেম্বার। এ ছাড়া বক্তব্য দেন নবগঠিত সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন এবং নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক প্রত্যাশী মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
মাহফুজুর রহমান, আহ্বায়ক আদ্রা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। মোজাহেরুল ইসলাম স্বপন, সদস্য সচিব আদ্রা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। আবদুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আদ্রা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। মো. ওমর ফারুক, যুবদল নেতা। মো. রাশেদ, উপদেষ্টা আদ্রা উত্তর ইউনিয়ন প্রবাসী ফোরাম। মাকছুদুর রহমান, যুবদল নেতা। মনির হোসেন, সভাপতি ১নং ওয়ার্ড বিএনপি। ছোয়াব মিয়া, সাধারণ সম্পাদক ১নং ওয়ার্ড বিএনপি। জাকির হোসেন, সাধারণ সম্পাদক ২নং ওয়ার্ড বিএনপি।আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক ১নং ওয়ার্ড বিএনপি। মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ২নং ওয়ার্ড বিএনপি।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল কাদের, যুবদল নেতা ওমর ফারুক ও যুবদল নেতা মাকসুদুর রহমান।
 
                 
                                                                                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                