ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপের মাঝেই শেষ হলো প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া। গতকাল রবিবার নির্বাচন কমিশন (ইসি) ৩০০টি আসনের প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেছে। ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, নানা অসংগতি ও ত্রুটির কারণে বাতিল হয়েছে ৭২৩ জনের মনোনয়নপত্র।
পরিসংখ্যানের খতিয়ান নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৩০০ আসনে মোট মনোনয়নপত্র জমা পড়েছিল ২ হাজার ৫৬৮টি (যদিও সংগ্রহের সংখ্যা ছিল ৩ হাজার ৪০৬)। এর মধ্যে:
-
বৈধ প্রার্থী: ১,৮৪২ জন।
-
বাতিল: ৭২৩ জন।
-
স্থগিত কার্যক্রম: ৩টি আসনে (খালেদা জিয়ার মৃত্যুর কারণে)।
খালেদা জিয়ার ৩ আসনের কার্যক্রম সমাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর কারণে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১—এই তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই ছাড়াই কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে ইসি। এটি এবারের নির্বাচনের যাচাই-বাছাই পর্বের অন্যতম আলোচিত ঘটনা।
হেভিওয়েটদের পতন: মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল যাচাই-বাছাইয়ে সবচেয়ে বড় চমক ছিল জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল হওয়া। কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের এই প্রার্থীর চিঠিতে স্বাক্ষর করা নেতৃত্বের তথ্য নির্বাচন কমিশনের নিবন্ধনে না থাকায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছেন।
বিএনপির ‘বিদ্রোহী’ ও স্বতন্ত্রদের ধাক্কা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র বা বিদ্রোহী হিসেবে প্রার্থী হওয়া বিএনপির ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় স্বতন্ত্র প্রার্থীদের বড় একটি অংশ দ্বৈত নাগরিকত্ব, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর গরমিল বা প্রয়োজনীয় নথি না থাকায় বাদ পড়েছেন।
জেলাভিত্তিক বাতিলের চিত্র
-
ফেনী: ৩টি আসনে ১২ জনের মনোনয়ন বাতিল। এর মধ্যে ফেনী-১ এ খালেদা জিয়ার কার্যক্রম স্থগিত এবং খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থীরা বাদ পড়েছেন। ফেনী-২ ও ৩ এ ইনসানিয়াত বিপ্লব ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে।
-
চট্টগ্রাম: ৭টি আসনে ১৬ জন বাদ পড়েছেন। চট্টগ্রাম-৯ আসনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে জামায়াতে ইসলামীর ডা. ফজলুল হকের প্রার্থিতা বাতিল হয়েছে।
-
মানিকগঞ্জ: ৩টি আসনে জনতা দল, জাতীয় পার্টি ও বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ বেশ কয়েকজনের মনোনয়ন বাতিল।
-
ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জ, নান্দাইল, গফরগাঁও, ভালুকা ও ফুলবাড়িয়া আসনে বিএনপি বিদ্রোহী ও স্বতন্ত্রসহ একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
-
অন্যান্য জেলা: ফরিদপুর-১ আসনে ৭ জন, পাবনার ৪টি আসনে বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থী, সিরাজগঞ্জের ৪টি আসনে স্বতন্ত্র ও সিপিবি প্রার্থী, নওগাঁ ও কুষ্টিয়ার একাধিক আসনে এবং বগুড়ায় দুই নারী প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।