রেকর্ড গড়ল ‘পোস্টাল ভোট’: অ্যাপে নিবন্ধন ১৪ লাখ ছাড়াল, আজই শেষ সুযোগ!

ডেস্ক রিপোর্টঃ
 ছবি:
ছবি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে প্রথমবারের মতো চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ব্যাপক সাড়া মিলেছে। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত অ্যাপটির মাধ্যমে মোট নিবন্ধন করেছেন ১৩ লাখ ৯৯ হাজার ৬৪৮ জন ভোটার। অর্থাৎ প্রায় ১৪ লাখ মানুষ এবার ডাকযোগে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য তালিকাভুক্ত হয়েছেন।

কারা পাচ্ছেন এই সুযোগ? নিবন্ধিত এই ১৪ লাখ ভোটারের মধ্যে শুধু প্রবাসী বাংলাদেশিই নন, দেশের ভেতরে আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও রয়েছেন। পরিসংখ্যানে দেখা গেছে:

  • বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন: ৬ লাখ ৫১ হাজার ৮৪৮ জন।

  • বাকি ৭ লাখ ৪৭ হাজার ৮০০ জন (প্রায়) বিভিন্ন দেশ থেকে নিবন্ধন করেছেন।

  • পুরুষ ভোটার: ১১ লাখ ৮৮ হাজার ৩৭৪ জন।

  • নারী ভোটার: ২ লাখ ১১ হাজার ২৭২ জন।

আজই শেষ সময় গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া আজ ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। এর আগে ৩১ ডিসেম্বর সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও, গত মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ইসি সময় বাড়ানোর ঘোষণা দিয়েছিল। আজই এই নিবন্ধনের শেষ দিন।

যেভাবে ভোট নেওয়া হবে এবারই প্রথম আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করেছে ইসি। নিয়ম অনুযায়ী, অ্যাপে যারা সফলভাবে নিবন্ধন করেছেন, নির্দিষ্ট সময়ে তাদের দেওয়া ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন। ভোটাররা সেই ব্যালটে ভোট দিয়ে ফিরতি খামে তা আবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাবেন।

লক্ষ্য ও বাস্তবতা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ইসি। এই নির্বাচনে ৫০ লাখ প্রবাসীর ভোট সংগ্রহের টার্গেট নিয়েছিল কমিশন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপানসহ বিশ্বের বহু দেশ থেকে প্রবাসীরা এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।

এলাকার খবর

সম্পর্কিত