রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাপা ও গণঅধিকার পরিষদের নেতা- কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
জাপার নেতা- কর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদ মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। অপরদিকে গণঅধিকার পরিষদের দাবি, শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার পক্ষ থেকেই ইটপাটকেল নিক্ষেপ করে উসকানি দেওয়া হয়।
রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বলেন, “সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়। আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত পরে জানানো হবে।”
সাবেক সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাপা ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসনামলে অনুষ্ঠিত সব বিতর্কিত নির্বাচনে অংশ নিয়েছে। সংসদের বিরোধীদল থাকা সত্ত্বেও তারা একাধিকবার সরকারের মন্ত্রিসভায় যোগ দিয়েছে। এ কারণে গণঅধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দলের অভিযোগ, ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে জাপা সহযোগীর ভূমিকা পালন করেছে। তাদের দাবি, আওয়ামী লীগের পাশাপাশি জাপারও কার্যক্রম নিষিদ্ধ করা হোক।
সংঘর্ষের পর বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
                 
                                                                                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                