জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লাখ টাকার মোট ১৭টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি তহবিল থেকে বরাদ্দ রয়েছে ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লাখ টাকা।
নতুন অর্থবছরের বাজেট পাসের মাত্র দুই দিন পরই অনুষ্ঠিত একনেকের এই সভা ছিল চলতি অর্থবছরের শেষ বৈঠক।
উল্লেখযোগ্য অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ, বিভাগীয় শহরগুলোতে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র স্থাপন, চারটি মেরিন একাডেমিতে নৌপ্রশিক্ষণ সুবিধা তৈরি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত সেবা সম্প্রসারণ, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি।
এছাড়াও অনুমোদন পেয়েছে— তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন, ১৩টি নতুন সার সংরক্ষণাগার নির্মাণ, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন, টেকনিক্যাল শিক্ষায় টিটিইটি রিচার্জ প্রোগ্রাম, ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প, উন্নয়ন বাজেটের জন্য ডিজিটাল ডেটাবেজ, আইপিআইএমএস শক্তিশালীকরণ এবং সরকারি নিরীক্ষায় ডিজিটাল প্রশিক্ষণ কার্যক্রম।
সরকার আশা করছে, এসব প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামো ও প্রশাসনিক দক্ষতায় উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হবে।
 
                 
                                                                                                             
                                         
                                         
                                         
                                         
                                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                