'মার্চ টু জাতীয় পার্টি অফিস' ঘোষণা

সহযাত্রী ডেস্ক:
ফ্যাসিবাদের দোসর খ্যাত জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিস ছবি: সংগৃহীত
ফ্যাসিবাদের দোসর খ্যাত জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিস ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) কার্যালয়ের সামনে সংঘর্ষকে কেন্দ্র করে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার সন্ধ্যায় প্রথম সংঘর্ষের সূত্রপাত হয়। যার জের ধরে এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর বেধড়ক লাঠিচার্জে গুরুতর আহত হন ভিপি নূর। পরে সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

সংঘর্ষের সময় দুই পক্ষ তথা গণঅধিকার পরিষদ ও জাপার মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদের অভিযোগ, জাপার নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে।

ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স ঘোষণা দিয়েছে: ‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দাবি করেছেন, জাতীয় পার্টিকে গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি হতে হবে। তারা সতর্ক করেছেন, বিচার না হলে ছাত্র, শ্রমিক ও জনতা নিজ উদ্যোগে বিচার করবে।

এলাকার খবর

সম্পর্কিত