সহযাত্রী স্পোর্টস ডেস্ক: ৫.৫ ওভারে আফিফ হোসেন ক্যচটা নেয়া মাত্রই গ্যালারীর একপ্রান্তে পিনপতন নীরবতা, অপরপ্রান্তে তখন বাঁধভাঙা উল্লাস। আফিফ হোসেনের উদযাপন দেখেই বুঝা যাচ্ছিলো এই উইকেটটা কতটা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। বিশ্বকাপে জিম্বাবুয়ে আগের তিন ম্যাচের জয়ের নায়ক সিকান্দার রাজা যে ফিরে গেছেন এই বলে।
মুস্তাফিজুর রহমানের শিকার হয়ে কোনো রান না করেই সাজঘরে ফিরেন সিকান্দার রাজা। এর আগে একই ওভারে মিল্টন শুম্বাও ফিরেন মুস্তাফিজের শিকার হয়ে। পাওয়ার প্লের শেষ ওভারে বোলিং করতে এসে মাত্র ১ রান দিয়ে দুটো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন মুস্তাফিজ। শুরুটা করেছিলেন তাসকিন। প্রথম ওভারেই ফেরান ওয়েসলি মাধেভেরেকে। পরের ওভারে তাসকিন ফেরান জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনকেও। তাসকিন, মুস্তাফিজের দারুণ বোলিংয়ে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে ৩৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৫ রান।