বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বরিশাল অঞ্চলের প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা। দলীয় সূত্র বলছে, তিনি মনোনয়ন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন এবং নির্বাচনী প্রস্তুতিও ইতোমধ্যেই শুরু করেছেন।
আবু সাঈদ মুসা দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত। রাজনৈতিকভাবেও তিনি নাগরিক পার্টির কেন্দ্রীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় পর্যায়ে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কারণেই দল তাকে এই আসনে মনোনয়ন দিয়েছে বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
এ প্রসঙ্গে আবু সাঈদ মুসা বলেন,
"আমি জনগণের আস্থা ও বিশ্বাস নিয়ে সামনে এগোতে চাই। বরিশাল-৪ আসনের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করব। দলীয় পরিচয়ের বাইরে গিয়েও আমি সকলের সহযোগিতা চাই।"
অন্যদিকে, স্থানীয় রাজনৈতিক মহল বলছে— জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে আবু সাঈদ মুসার অংশগ্রহণ আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে আরও জমজমাট করে তুলবে। বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি এই প্রার্থিতা এলাকাবাসীর মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বরিশাল-৪ আসনে প্রধান দলগুলোর সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি আবু সাঈদ মুসার নির্বাচনী প্রচারও আগামী দিনগুলোতে ভোটারদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।