দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন দুই বাংলাদেশি। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে স্থানীয় একটি দোকানে ডাকাতির সময় এ ঘটনা ঘটে। নিহতদের একজন শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিল্লাল হোসেন (৩৮), অপরজন কিশোরগঞ্জ জেলার এমদাদুল হক।
শুক্রবার (২০ জুন) নিহতদের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত বিল্লাল হোসেন নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দিনারা গ্রামের বাসিন্দা। ৯ বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন তিনি। সেখানে কেপটাউনের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই দোকানে সশস্ত্র ডাকাতদল হামলা চালিয়ে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে। চলে যাওয়ার সময় তারা গুলি ছোড়ে, ঘটনাস্থলেই প্রাণ হারান বিল্লাল হোসেন ও তার সহকর্মী এমদাদুল হক।
নিহত বিল্লালের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার বাবা সিরাজ শিকদার বলেন, ‘এভাবে আমার ছেলে মারা যাবে ভাবিনি। আমার ছেলের মুখটা শেষবারের মতো দেখতে চাই।’
গ্রাম পুলিশ জাফর ইকবাল জানান, বিল্লাল ভালো ছেলে ছিল। তার ছোট ভাই শারীরিক প্রতিবন্ধী, পরিবারটি পুরোপুরি বিল্লালের উপার্জনের ওপর নির্ভরশীল ছিল।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল জানান, ‘পরিবারটির পাশে আমরা আছি। মরদেহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। উপজেলা প্রশাসন থেকে যতটা সম্ভব সহযোগিতা করা হবে।’
নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে পরিবার।
 
                 
                                                                                                             
                                         
                                         
                                         
                                         
                                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                