সংসদ নির্বাচনের জন্য দল ও প্রার্থীদের সংশোধিত আচরণ বিধিমালা-২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন বিধিমালায় প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
বৃহস্পতিবার (১৯ জুন) নির্বাচন ভবনে অনুষ্ঠিত সপ্তম কমিশন সভা শেষে তিনি এ তথ্য জানান। সানাউল্লাহ বলেন, সংশোধিত আচরণ বিধিমালাটি শিগগিরই কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
নতুন বিধিমালায় উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে—একই প্ল্যাটফর্মে সব প্রার্থীর ইশতেহার প্রকাশ, সামাজিক মাধ্যমে নিয়ন্ত্রণ জোরদার এবং জরিমানার পরিমাণ বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ।
সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে যুক্ত হয়েছে আরও কিছু বিধান। এর মধ্যে রয়েছে—উপদেষ্টারা আর প্রচারণায় অংশ নিতে পারবেন না; তবে বিলবোর্ডে প্রচার চালানো যাবে এবং প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচনী প্রচারণা পরিচালনা করতে পারবেন।
নির্বাচনী অপরাধের ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের বিধানও নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিশনার বলেন, "গুরুতর অপরাধের ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর ধারা ৯১(ঙ) অনুসারে প্রার্থিতা বাতিলের যে ব্যবস্থা আছে, তা এবার আচরণ বিধিমালায় সন্নিবেশ করা হয়েছে। আমরা একমত হয়েছি, প্রচারণায় পোস্টার নিষিদ্ধ থাকবে।"