জবাবদিহিতা ছাড়া এনসিসির মতো প্রতিষ্ঠানকে সমর্থন নয়: বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
 ছবি:
ছবি:

প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কমিশন (এনসিসি) গঠনের উদ্যোগে বিএনপি একমত নয় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার ভাষায়, এনসিসি’র কাঠামোতে জবাবদিহিতার অভাব রয়েছে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

বুধবার সংসদ ভবনের এলডি হলে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান দ্বিতীয় ধাপের সংলাপে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, এনসিসি যেসব দায়িত্ব পালন করবে, সেগুলো সাধারণত নির্বাহী বিভাগ, আইন বা সংবিধানসম্মত বিধান দ্বারা নির্ধারিত হয়। একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হচ্ছে, কিন্তু জবাবদিহিতা নেই—এ ধরনের কর্তৃপক্ষকে একটি গণতান্ত্রিক দল হিসেবে আমরা সমর্থন করতে পারি না।

তিনি আরও বলেন, এই প্রস্তাবিত কাঠামোতে যদি নতুন আরেকটি প্রতিষ্ঠান তৈরি করা হয়, তাহলে প্রশাসনিক ভারসাম্যে বিঘ্ন ঘটবে।

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ইউনিয়ন পর্যায় থেকে সংসদ সদস্য পর্যন্ত প্রায় ৭০ হাজার ভোটার রাখার প্রস্তাব বাস্তবতা বিবর্জিত। আমরা মনে করি, রাষ্ট্রপতি নির্বাচন বর্তমান সংসদ সদস্য ও ভবিষ্যতের উচ্চকক্ষের সদস্যদের মাধ্যমেই হওয়া উচিত। 

এলাকার খবর

সম্পর্কিত