বলিউডের জনপ্রিয় রোমান্টিক ছবি ‘হাম দিল দে চুকে সনম’ মুক্তির ২৬ বছর পূর্ণ করল। ১৯৯৯ সালে সালমান খান, ঐশ্বরিয়া রাই ও অজয় দেবগনের অভিনয়ে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি এখনও দর্শকদের হৃদয়ে জীবন্ত। ছবির বিশেষ দিনে পরিচালক সঞ্জয় লীলা ভানসালি গোপন প্রেম ও শুটিং সেটের মধুর মুহূর্ত নিয়ে মুখ খুলেছেন।
সম্প্রতি ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, “সালমান ও ঐশ্বরিয়ার গোপন প্রেমের গুঞ্জন শুটিংয়ের সময় ছিল। কিন্তু শুধু তারা নয়, পুরো শুটিং সেট যেন এক পরিবার ছিল, সবাই মিলে ভালোবাসায় আবদ্ধ ছিলাম। জোহরা সেগলজি, হেলেন আন্টি, সালমান, ঐশ্বরিয়া, বিক্রম গোখলে ও স্মিতা জায়েকর সহ সবাই একসঙ্গে ছিলাম। এমন আনন্দঘন সময় আর কোনো ছবির শুটিংয়ে পাইনি।”
ঐশ্বরিয়ার ‘নন্দিনী’ চরিত্র নিয়ে তিনি বলেন, “ঐশ্বরিয়া ছিলেন নিখুঁত। আমার কল্পনায় যেই নন্দিনী ছিল, সেটাই সে ফুটিয়ে তুলেছিল।”
সঞ্জয় ভানসালিকে যখন ছবির রিমেকের ব্যাপারে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, “না, আমার কোনো ছবির রিমেক করতে ইচ্ছা নেই। শুধু ‘খামোশি’র রিমেক করতে চাই, কারণ আমি সেই ছবির শেষ অংশ একটু বদলাতে চাই।”
‘হাম দিল দে চুকে সনম’ ছবিটি প্রেম, ত্যাগ ও আত্মোপলব্ধির গল্প বর্ণনা করে। সালমান খান এখানে ‘সমীর’, ঐশ্বরিয়া ‘নন্দিনী’ ও অজয় দেবগন ‘বনরাজ’ চরিত্রে অভিনয় করেন। ছবির গান, চিত্রনাট্য ও আবেগঘন ক্লাইম্যাক্স এখনও দর্শকদের মন ছুঁয়ে যায়।
 
                 
                                                                                                             
                                         
                                         
                                         
                                         
                                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                