৫৬ বছর পর নিবন্ধন পাচ্ছে জাতীয় লীগ, ফিরে পেতে চায় লাঙ্গল প্রতীক

সহযাত্রী ডেস্ক:
দলটির প্রথম প্রতীক ছিল লাঙ্গল, যা পরে এরশাদের জাতীয় পার্টি নিয়ে নেয়। ছবি: সংগৃহীত
দলটির প্রথম প্রতীক ছিল লাঙ্গল, যা পরে এরশাদের জাতীয় পার্টি নিয়ে নেয়। ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জুলাই গণ-অভ্যুত্থানের তরুণ নেতৃত্বের উদ্যোগে গঠিত এনসিপি ইতোমধ্যে পরিচিতি পেয়েছে। তবে সাধারণ মানুষের কাছে তুলনামূলক অপরিচিত বাংলাদেশ জাতীয় লীগ এবার প্রতিষ্ঠার ৫৬ বছর পর নিবন্ধন পাচ্ছে।

ঐতিহাসিক দল জাতীয় লীগ

১৯৬৯ সালের ২০ জুলাই পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের নেতৃত্বে জাতীয় লীগ গঠিত হয়। স্বাধীনতার পর ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় লীগের প্রার্থী হয়ে ঢাকা-১৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতীক ছিল লাঙ্গল।

পরবর্তীতে আতাউর রহমান খান বাকশালে যোগ দিয়েছিলেন এবং মুজিবুর রহমানের মৃত্যুর পর পুনরায় জাতীয় লীগকে সংগঠিত করেন। ১৯৭৯ সালে তিনি আবারো সংসদ সদস্য নির্বাচিত হন। একই নির্বাচনে কুমিল্লা থেকে প্রফেসর মফিজুল ইসলামও লাঙ্গল প্রতীক নিয়ে সংসদ সদস্য হন।

আতাউর রহমান পরে এরশাদ সরকারের মন্ত্রিসভায় যোগ দেন এবং প্রধানমন্ত্রীও হন। তবে তখন জাতীয় লীগ কার্যত বিলুপ্ত হয়ে যায়।

প্রতীক ফিরে পাওয়ার দাবি

জাতীয় লীগের নেতারা জানান, দলটির প্রথম প্রতীক ছিল লাঙ্গল, যা পরে এরশাদের জাতীয় পার্টি নিয়ে নেয়। পরবর্তীতে তাদের প্রতীক হয় আনারস, পরে কলার ছড়ি। এবার নিবন্ধনের পাশাপাশি তারা ঐতিহাসিক লাঙ্গল প্রতীক পুনরুদ্ধারের দাবি তুলেছে।

জাতীয় লীগের চেয়ারম্যান মাহবুবুল আলম বলেন,

“দীর্ঘদিন পর আমাদের দল নিবন্ধন পাচ্ছে—এটা বড় খুশির খবর। আমাদের দল থেকে লাঙ্গল প্রতীকে প্রথম এমপি নির্বাচিত হয়েছিলেন আতাউর রহমান খান, তিনি প্রধানমন্ত্রীও ছিলেন। দ্বিতীয় সংসদ নির্বাচনে প্রফেসর মফিজুল ইসলামও লাঙ্গল প্রতীকে এমপি হয়েছিলেন। তাই এই প্রতীক ফেরত পাওয়ার পূর্ণ অধিকার আমাদের।”

তিনি আরও বলেন,

“লাঙ্গল হারানোর পর আমরা আনারস প্রতীক পাই, পরে সেটিও অন্য দলকে দেওয়া হয়। এরপর ‘কলার ছড়ি’ নাম ব্যবহার করি। তবে এখন আমরা লাঙ্গল প্রতীক ফেরত চাইবো।”

নিবন্ধিত দলের সংখ্যা বাড়ছে

ইসি সূত্রে জানা গেছে, ২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধন বাধ্যতামূলক হওয়ার পর জাতীয় লীগ বহুবার আবেদন করেও নিবন্ধন পায়নি। অবশেষে ২০২৫ সালে তারা এতে সফল হতে যাচ্ছে।

এনসিপি ও জাতীয় লীগ নিবন্ধন পেলে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াবে ৫৩টি। এর আগে দীর্ঘ এক যুগ পর গত জুনে জামায়াতের নিবন্ধন পুনর্বহাল হয়।

এলাকার খবর

সম্পর্কিত