রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে প্রথমে বৈঠক করেন সেনাপ্রধান। এরপর তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে রোববার সকালে সেনাপ্রধান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
চীন সফর শেষে দেশে ফেরা
গত ২১ আগস্ট সরকারি সফরে চীন যান সেনাপ্রধান। বুধবার রাতে তিনি দেশে ফেরেন। আইএসপিআর জানিয়েছে, সফরকালে তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
সে সময় দ্বিপক্ষীয় সহযোগিতা, রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা, কৌশলগত সম্পর্ক এবং বাংলাদেশের সামরিক শিল্প উন্নয়নে চীনের সহযোগিতা বিষয়ে আলোচনা হয়। সফরে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয় বলেও আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাজনৈতিক বৈঠক
অন্যদিকে রোববার দেশের তিন রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে তিনি জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন ড. মুহাম্মদ ইউনূস।
 
                 
                                                                                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                