ডাকসু নেত্রী জুমা সমাজের দ্বৈত মানদণ্ডের সমালোচনা করে যা বললেন

সহযাত্রী ডেস্ক:
ডাকসু- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক- ফাতিমা তাসনীম জুমা। ছবি: সংগৃহীত
ডাকসু- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক- ফাতিমা তাসনীম জুমা। ছবি: সংগৃহীত

ডাকসু- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনীম জুমা সম্প্রতি এক ফেইসবুক স্ট্যাটাসে কথিত সুশীলদের দ্বৈত মানদণ্ডের কড়া সমালোচনা করেছেন।

তিনি লিখেছেন, "অসুরের মুখে দাঁড়ি লাগাইলে সেটাকে ইসলাম বিদ্বেষ বলা যাবেনা, বলতে হবে শিল্প। কারণ রবীন্দ্রনাথেরও দাঁড়ি ছিল। কিন্তু দাঁড়িওয়ালা কেউ অন্যায় করলে সেটাকে ইসলামিস্টদের ১৪গুষ্ঠির সঙ্গে জড়িয়ে রিলেট করা যাবে, তাদের জঙ্গি, টেররিস্ট বলে পুরো দুনিয়া উথাল-পাথাল করে ফেলা হবে।"

ফাতিমা তাসনীম জুমা তার ক্ষোভ ব্যক্ত করে আরও বলেন, "শুয়রদের সুশীলপনা দেখলে গা জাস্ট জ্বলে যায় আমার।"

নেত্রী তার স্ট্যাটাসের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সুশীলদের দ্বৈত মানদণ্ড নিয়ে সরাসরি উদ্বেগ ও সমালোচনা তুলে ধরেছেন।

এলাকার খবর

সম্পর্কিত