দৈনিক সহযাত্রী

শিরোনাম

মাহবীর আফরাদের আজ ৪র্থ তম জন্মদিন।

বিশেষ প্রতিবেদন: দৈনিক সহযাত্রী পত্রিকার প্রকাশক লায়ন উমার রাযী ও সম্পাদক খন্দকার মারজানের একমাত্র ছেলে মাহবীর আফরাদের আজ ৪র্থ তম জন্মদিন। ছেলের জন্মদিন উপলক্ষে কোন আনুষ্ঠানিকতার আয়োজন না থাকলেও ছেলেকে নিয়ে ফেইসবুকে পোষ্ট করে সবাইর কাছে দু’আ কামনা করেন দৈনিক সহযাত্রী পত্রিকার প্রকাশক লায়ন উমার রাযী।

তার ফেইসবুকে দেয়া পোষ্ট হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো-

“মাহবীর আফরাদের আজ ৪র্থ তম জন্মদিন…

আমার ও আমার স্ত্রী’র কোলকে আলোকিত করে এই দিনে এসেছিল আমাদের মাহবীর আফরাদ। অনেক অনেক অ-নে-ক…ভালবাসি ছোট্ট বাবাটা’কে।

আপনারা সবাই দোয়া করবেন আফরাদের জন্য…

মহান আল্লাহ্ পাক যেন তাকে সৎ, সুন্দর ও হালাল জীবন দান করেন এবং রাসূলুল্লাহ (সঃ) এর জীবনাদর্শ অনুকরণে ঈমান ও আমলের সাথে একজন মুমিন উম্মত হয়ে এই পৃথিবীতে বেঁচে থাকে।

আমীন।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter