ঢাকা থেকে — ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা তাঁর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হচ্ছে।
শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এবং পরে গণমাধ্যমে পাঠানো লিখিত বক্তব্যে তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা তিনি মেনে নিচ্ছেন না।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থীর মনোনয়নপত্রে উল্লেখ করা প্রস্তাবক ও সমর্থকদের মধ্য থেকে ১০ জনের তথ্য যাচাই করা হয়। এ সময় দেখা যায়, দুজনের ভোটার তথ্য ঢাকার বাইরে নিবন্ধিত, যা নির্বাচন বিধি অনুযায়ী মনোনয়ন বাতিলের কারণ হিসেবে দেখানো হয়েছে।
এ বিষয়ে তাসনিম জারা বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যত সংখ্যক স্বাক্ষর প্রয়োজন, তার চেয়ে বেশি স্বাক্ষর তিনি সংগ্রহ করেছিলেন। যাচাইয়ে ১০ জনের মধ্যে ৮ জনের তথ্য সঠিক পাওয়া গেলেও মাত্র দুজনের ভোটার তথ্য ভিন্ন এলাকায় দেখানোর কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে। তাঁর দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বাক্ষর দেওয়ার সময় নিজেদের ভোটার অবস্থান সম্পর্কে অবগত ছিলেন, তবে নির্বাচন কমিশনের ডাটাবেজে তা হালনাগাদ ছিল না।
তিনি আরও জানান, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে এবং প্রয়োজনে আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর শেষ দিনে তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এর আগে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ-সাংগঠনিক সদস্য ছিলেন এবং পরে দল থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।