ঢাকা-৭ আসনে জামায়াত প্রার্থীর সম্পদ প্রায় ১১৬ কোটি টাকা

সহযাত্রী ডেস্কঃ
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা — আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পুরান ঢাকার ব্যবসায়ী মো. এনায়াত উল্লা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তাঁর স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ প্রায় ১১৬ কোটি টাকা

হলফনামার তথ্য অনুযায়ী, এনায়াত উল্লার বার্ষিক আয় প্রায় ৭ কোটি টাকা, যার বড় অংশ আসে ব্যবসা খাত থেকে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি নিজেকে ‘স্বশিক্ষিত’ উল্লেখ করেছেন।

তাঁর মোট অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৯২ কোটি টাকা। এর মধ্যে রয়েছে নগদ অর্থ, ব্যাংকে জমা টাকা, শেয়ার, বন্ডসহ বিভিন্ন ধরনের বিনিয়োগ। পাশাপাশি তাঁর নামে তিনটি আগ্নেয়াস্ত্র—একটি শটগান, একটি রিভলবার ও একটি রাইফেল—থাকার তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়েছে।

এছাড়া তাঁর স্থাবর সম্পদের মূল্য প্রায় ২৩ কোটি টাকা বলে উল্লেখ রয়েছে। এসব সম্পদের মধ্যে রয়েছে কৃষিজমি, ভবন এবং অন্যান্য জমি। তাঁর স্ত্রী ও নির্ভরশীলদের নামে থাকা সম্পদও মোট হিসাবের সঙ্গে যুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনে জমা দেওয়া আয়কর বিবরণীতে এনায়াত উল্লা তাঁর আয় ও সম্পদের বিস্তারিত তথ্য উল্লেখ করেছেন এবং নিয়মিত কর প্রদানের কথাও হলফনামায় জানিয়েছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত