ঝালকাঠি-১ সংসদীয় আসনে বিএনপির ঘাঁটিতে এবার নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। বিশখালী নদীর তীরে অবস্থিত রাজাপুর ও কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বরাবরই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবার জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী প্রচারে এ আসনের শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী মাঠে সক্রিয়। আলোচনার কেন্দ্রে রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ও নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। এছাড়াও নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন:
জাতীয়তাবাদী গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত
স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি রফিক হাওলাদার
সংবিধান সংস্কার কমিশনের সাবেক সদস্য ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী
কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান
জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ড. জাকারিয়া লিংকন
বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রফিকুল ইসলাম জামাল একমাত্র পৃথকভাবে প্রচারে রয়েছেন। ২০০৮ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে হেরে যান, ২০১৮ সালে মনোনয়ন চেয়েও বাদ পড়েছিলেন। জামাল বলেন, “দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলাম। এবার দল আমাকে মনোনয়ন দিয়ে ত্যাগের মূল্যায়ন করবে।”
নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা নির্বাচনী এলাকায় সক্রিয়। তিনি বলেন, “দেশে ফিরে জনগণের পাশে দাঁড়াচ্ছি। দল মনোনয়ন দিলে নির্বাচিত হয়ে রাজাপুর-কাঠালিয়ায় যুগান্তকারী উন্নয়ন করব।”
স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার নির্বাচনী প্রচারে জোরদারভাবে অংশ নিচ্ছেন ড. ফয়জুল হক। ঝালকাঠি জেলা জামায়াতের সমর্থন নিয়ে তিনি ঘোষণা করেছেন, “সব ধর্মের মানুষকে নিয়ে নির্বাচনী এলাকায় সাম্প্রদায়িক সম্প্রতি গড়ে তুলব।”
এছাড়া ইসলামী আন্দোলনও প্রার্থী ঘোষণা করেছে। দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজী ঝালকাঠি-১ আসনে প্রার্থী হলেও স্বাস্থ্য সমস্যার কারণে তার নির্বাচনী অংশগ্রহণ এখন অনিশ্চিত।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ও ইসলামী আন্দোলনের প্রার্থী একত্রিত হলে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ঝালকাঠি-১ আসনে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে। অন্যদিকে, এ আসনে এনসিপির কোনো প্রার্থী সক্রিয় দেখা যায়নি।
 
                 
                                                                                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                