বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আন্দোলন ফের শুরু হলে তা শুধু নগর ভবনে সীমাবদ্ধ থাকবে না, বরং রাজপথেও ছড়িয়ে পড়বে। আজ বুধবার দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, ‘স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ যদি কোনো প্ররোচনায় কিংবা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক কোনো পদক্ষেপ নেন, তাহলে তা হবে গুরুতর ভুল। এ বিষয়ে আমরা সতর্ক করছি—যদি এই সতর্কবার্তা উপেক্ষা করা হয়, তবে ঢাকাবাসী তা মেনে নেবে না। আন্দোলন আবার শুরু হলে তা নগর ভবনের গণ্ডি ছাড়িয়ে রাজপথে গড়াবে।’
ইশরাক আরও বলেন, ‘সোমবার জনগণের স্বার্থে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। সরকার বা কারো চাপের কারণে নয়। তবে সীমিত পরিসরে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি চালিয়ে যাবে।’
গতকাল নগর ভবনে হামলার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘নগর ভবনে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা। এদের কেউ কেউ নিজেদের বিএনপি-ঘনিষ্ঠ বলে দাবি করলেও তারা দলের কোনো সাংগঠনিক পদে নেই।’
 
                 
                                                                                                             
                                         
                                         
                                         
                                         
                                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                