সয়াবিন তেল ও এলএনজি আমদানিসহ আটটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৪ কোটি টাকা।
মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্রে জানা যায়, ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রকল্পের ৫টি প্যাকেজের আওতায় পূর্ত কাজের ৬টি প্রস্তাব অনুমোদন পায় বৈঠকে। এতে মোট ব্যয় ধরা হয় ১৬৬ কোটি টাকা।
এছাড়া সিঙ্গাপুর থেকে আমদানি করা হবে এক কার্গো এলএনজি। যার ব্যয় ধরা হয় ৫৮৪ কোটি টাকা। সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এলএনজি নেওয়া হবে। প্রতি এমএমবিটিইউ ১২ দশমিক ১৮ মার্কিন ডলার হিসাবে ব্যয় হবে ৫৮৪ কোটি টাকা।
বৈঠকে সারের দুই গুদাম নির্মাণের অনুমোদন দেওয়া হয়। একটি নেত্রকোনায় এবং অন্যটি ময়মনসিংহে নির্মাণ হবে। এতে ব্যয় ধরা হয় ১১৭ কোটি টাকা। শিল্প মন্ত্রণালয়ের ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ’ প্রকল্পের আওতায় এ দুটি নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত হয়। প্রতি লিটারের মূল্য ১৬১ টাকা। এতে ব্যয় হবে ১৭৭ কোটি টাকা। টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের কাছে ভর্তুকিমূল্যে বিক্রির লক্ষ্যে এ তেল কেনা হবে। মজুমদার প্রডাক্ট লি. থেকে ৫০ লাখ লিটার, তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে ২০ লাখ লিটার, প্রধান অয়েল মিলস থেকে ২০ লাখ লিটার এবং গ্রিন অয়েল অ্যান্ড পলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ থেকে কেনা হবে ২০ লাখ লিটার।
 
                 
                                                                                                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                