জবুথবু জনজীবন: ৪ বিভাগসহ সারা দেশে ছড়িয়েছে শৈত্যপ্রবাহ, জেনে নিন কবে কমবে দাপট?

 ছবি:
ছবি:

শীতের তীব্রতায় কাঁপছে গোটা দেশ। প্রতিদিনই ভাঙছে তাপমাত্রার আগের রেকর্ড। আজ বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরের জনপদ নওগাঁর বদলগাছীতে এই হাড়কাঁপানো তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে রাজধানীসহ দেশের বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে শৈত্যপ্রবাহ।

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ নিম্নমুখী। গত সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল (মঙ্গলবার) রাজশাহীতে তা নেমে আসে ৭ ডিগ্রিতে। আর আজ নওগাঁর বদলগাছীতে তা আরও কমে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। এটিই এখন পর্যন্ত এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

শৈত্যপ্রবাহের বিস্তৃতি আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে এর আগে এত বড় এলাকাজুড়ে একসঙ্গে শৈত্যপ্রবাহ দেখা যায়নি। আজ দেশের ৪টি বিভাগ—রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের সব জেলাতেই (মোট ৩২টি জেলা) শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর বাইরে টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও নেত্রকোনাসহ আরও ৯টি জেলায় শৈত্যপ্রবাহ আঘাত হেনেছে। সব মিলিয়ে দেশের প্রায় ৪১টি জেলার মানুষ তীব্র শীতে বিপর্যস্ত।

রাজধানীর পরিস্থিতি শীতের কামড় থেকে রেহাই পায়নি রাজধানী ঢাকাও। আজ ঢাকায় তাপমাত্রা আগের দিনের চেয়ে একলাফে ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। তবে আজ কুয়াশার দাপট কিছুটা কম। আবহাওয়াবিদেরা বলছেন, আকাশ পরিষ্কার থাকার কারণেই মূলত ওপরের ঠান্ডা বাতাস দ্রুত নিচে নেমে আসছে, ফলে তাপমাত্রা কমছে।

আবহাওয়াবিদের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, "আজ বদলগাছীতে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তা এ মৌসুমের সর্বনিম্ন। তাপমাত্রা আগামীকাল (বৃহস্পতিবার) পর্যন্ত আরও কমতে পারে।"

শৈত্যপ্রবাহের ধরণ তাপমাত্রার ওপর ভিত্তি করে শৈত্যপ্রবাহকে কয়েক ভাগে ভাগ করা হয়:

  • মৃদু শৈত্যপ্রবাহ: ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস।

  • মাঝারি শৈত্যপ্রবাহ: ৬.১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস।

  • তীব্র শৈত্যপ্রবাহ: ৪.১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস।

  • অতি তীব্র শৈত্যপ্রবাহ: ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ চলছে।

এলাকার খবর

সম্পর্কিত