জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে যেসব শিক্ষার্থী এখনো আবেদন করতে পারেননি, তারা নতুন করে আবেদনের সুযোগ পাচ্ছেন।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নতুন সময়সূচি ও আবেদনের নিয়ম জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ঘোষণা অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সময়সীমা বাড়ানো হলেও আবেদনের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
ফি জমা দেওয়ার নিয়ম ও সময়সীমা প্রাথমিক আবেদনের ফি বাবদ শিক্ষার্থীদের ১,০০০ (এক হাজার) টাকা জমা দিতে হবে। এই টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি কলেজে গিয়ে জমা দেওয়া যাবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ফেব্রুয়ারি ২০২৬।
ভর্তি পরীক্ষা ও কেন্দ্রের তালিকা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি এবং কেন্দ্রের তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদনকারীদের অবশ্যই ভর্তি নির্দেশিকায় দেওয়া সকল শর্ত মেনে সতর্কতার সাথে ফরম পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।