দৈনিক সহযাত্রী

/* widget: Post Ticker */ .uc_news_ticker-holder .uc-item-hidden{ display:none; } .uc_news_ticker-holder .uc-item-hidden:first-child{ display:block; } #uc_post_news_tickers_elementor_592d03b.uc_news_ticker-holder .flex-container { background: #D31111; } #uc_post_news_tickers_elementor_592d03b.uc_news_ticker-holder .point-arrow:after{ border-left-color: #D31111; } #uc_post_news_tickers_elementor_592d03b.uc_news_ticker-holder .uc_ticker-control .uc_ticker-nav a{ background:#555555; color:#ffffff; padding: 0px px; } #uc_post_news_tickers_elementor_592d03b.uc_news_ticker-holder .uc_ticker-control .uc_ticker-nav a:hover{ background:#eeeeee; color:#000000; }

দৈনিক সহযাত্রী পত্রিকার প্রকাশকের বাবা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

বিশেষ প্রতিবেদন: হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন দৈনিক সহযাত্রী পত্রিকার প্রকাশক উমার রাযীর সম্মানিত বাবা অবসরপ্রাপ্ত সেনা অফিসার (নন কমিশন) মুহাম্মদ মুঈন উদ্দিন। শারীরিক অবস্থা স্হিতিশীল থাকায় ও তার শরীরে প্রয়োজনীয় চেকআপের ফলাফল সন্তোষজনক হওয়ায় চিকিৎসকদের সিদ্ধান্তে শনিবার দুপুরে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ত্যাগ করেন।

তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি গত মঙ্গলবার (১৮ অক্টোবর) গ্রামের বাড়িতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টে নামার সাথে সাথে তাকে সরাসরি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে ৫ দিন চিকিৎসা নিয়ে শনিবার (২২ অক্টোবর) তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

তার অসুস্থতার খবর শুনে দেশবিদেশে যারা খোঁজখবর নিয়েছেন, তার সুস্হতা কামনা করে দোয়া করেছেন, যারা কাছাকাছি থেকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষভাবে আর্মি অফিসার মিজান মঞ্জিল ও বোরহান উদ্দিন তপন যাদের ত্যাগ, ভালোবাসা ও অক্লান্ত পরিশ্রম আজীবন স্মৃতিপটে গেঁথে থাকবে। এই দুইজন সহ সকলকে পরিবারের পক্ষ থেকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter