বরিশাল বিভাগীয় ডেস্ক: বরিশালের মুলাদী উপজেলাধীন নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর এলাকায় নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) সকাল ১০টায় ঘোষেরচর দাখিল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে নদীর পাড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
১৯৬১ সালে প্রতিষ্ঠিত ঘোষেরচর দাখিল মাদ্রাসাটি বর্তমানে ভাঙনের ফলে নদী থেকে মাত্র ৫ গজ দূরে অবস্থান করছে। প্রায় ৬৫ বছর ধরে প্রতিষ্ঠানটি নাজিরপুরের নদী বেষ্টিত এলাকায় শিক্ষা বিস্তারে অবদান রেখে আসছে। এটি নাজিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রও। তবে নদী ভাঙন রোধে দুয়েকবার সামান্য জিও ব্যাগ ফেলা হলেও কার্যকর ফল আসেনি বলে অভিযোগ করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, “জয়ন্তী নদীর ভাঙনে হাজার হাজার একর ফসলি জমি ও শত শত বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। নদী আমাদের সবকিছু কেড়ে নিচ্ছে। সরকার দ্রুত উদ্যোগ না নিলে মাদ্রাসাসহ পুরো এলাকা বিলীন হয়ে যাবে।”
তারা দ্রুত ভাঙন রোধে জিও টিউব ব্যাগ ও পাথর ফেলে জরুরি ব্যবস্থা গ্রহণ এবং দীর্ঘমেয়াদি সমাধানের জন্য স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানান।