দৈনিক সহযাত্রী

শিরোনাম

ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ

সহযাত্রী ডেস্ক: দীর্ঘ ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এলেন। এ ঐতিহাসিক সফরের অংশ হিসেবে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার আগামীকাল (রোববার) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

শনিবার বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশানের ফিরোজায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে একই দিন দুপুর আড়াইটার দিকে বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইসহাক দার। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

কূটনৈতিক মহল মনে করছে, এই সফর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন মাত্রা যোগ করবে। সফরকালে পাকিস্তানের এই শীর্ষ কূটনীতিক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter