দৈনিক সহযাত্রী

শিরোনাম

বাজারে আসছে নতুন নকশা সম্বলিত টাকা

সহযাত্রী ডেস্ক: সব জল্পনা-কল্পনা ছাপিয়ে অবশেষে অনুমোদন মিলেছে নতুন নকশার নোট ছাপানোর বিষয়টি। ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করছে সরকার। বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নতুন নোট প্রচলনের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।

তিনি বলেন, গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নতুন নোট প্রচলনের বিষয়টি অনুমোদিত হয়েছে। সব কিছু ঠিক থাকলে ছয় মাসের মধ্যে বাজারে আসবে নতুন টাকা।

বাংলাদেশ ব্যাংকের বিশ্বস্ত সূত্র জানিয়েছে, নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। নতুন করে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’।

ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এসব বিষয়ে চূড়ান্ত অনুমোদন হয়েছে। নতুন নোট ছাপানোর বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে ছয় মাসের মধ্যে বাজারে নতুন টাকা আসবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সূত্র।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter