দৈনিক সহযাত্রী

শিরোনাম

বিএনপি ক্ষমতায় চলে গেছে বা যাচ্ছে ভাবার অবকাশ নেই- তারেক রহমান

সহযাত্রী ডেস্ক: বিএনপি ক্ষমতায় চলে গেছে বা যাচ্ছে এমনটি ভাবার কোন অবকাশ নেই বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য তিনি দলীয় নেতাকর্মীদেরকে জনগনের কাছে যাওয়া এবং জনগনের পাশে থাকার আহবান জানান। তিনি বলেন, আগামী নির্বাচন হবে জাতির জন্য কঠিন এক চ্যালেঞ্জের। এই নির্বাচন হবে দেশের সবচেয়ে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ।

তিনি সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বিএনপির খুলনা বিভাগীয় কর্মশালার সমপনীতে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন। এর আগে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান।

জনগণের সঙ্গে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির প্রতি মানুষের আস্থা রয়েছে। সেই আস্থা ধরে রাখতে হবে। ঘরে ঘরে দলের ৩১ দফা পৌঁছে দিতে হবে। এই ৩১ দফা শুধু বিএনপির নয়, এতে গণতান্ত্রিক অনেক রাজনৈতিক দলের মতামত রয়েছে। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সকল ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জনগণের সমর্থন ছাড়া কোনভাবেই ক্ষমতায়ও যাওয়া সম্ভব নয়।

তারেক রহমান আরো বলেন, গত কয়েক মাস অনেকেই বিভিন্ন বিষয়ে সংস্কারের কথা বলছেন। অথচ বিএনপি আরো দুই বছর আগে সংস্কারের জন্য প্রথমে ২৭ দফা ও পরে ৩১ দফা তুলে ধরেছে। এখনকার প্রস্তাবনার সবকিছুই এই ৩১ দফায় রয়েছে। এতে মনে হয়, বিএনপি গণমানুষের দল। সব সময়েই মানুষের কথা বলছে। তাই এই প্রস্তাবনাগুলো চার দেয়ালের মধ্যে রাখলে চলবে না। দেশের প্রতিটি মানুষ, পরিবারের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

আগামীতে জনগন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রবর্তনের ব্যবস্থা করবে বলে উল্লেখ করেন তিনি বলেন, ‘আমরা ফ্যামিলি কার্ডে দেশের প্রতিটি কার্ডের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে সহায়তা করা হবে। নারীর ক্ষমতায়নকে লক্ষ্য রেখে এই কার্ড হবে নারীদের নামে। তিনি যাতে এই ভর্তুকির মাধ্যমে নিজের সন্তানের স্বাস্থ্য ও সঞ্চয়ে ভূমিকা রাখতে পারেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে খুলনা বিভাগীয় কর্মশালা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, গবেষণা বিষয়ক সম্পাদক শামিমুর রহমান শামীম। প্রশিক্ষক ছিলেন মওদুদ আলমগীর পাভেল। কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter