দৈনিক সহযাত্রী

আবরারকে নিয়ে নির্মিত ‘রুম নম্বর ২০১১’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

সহযাত্রী ডেস্ক: সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বেদনা জাগানো এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘রুম নম্বর ২০১১’। গল্পটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশলী বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নিয়ে নির্মিত।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারতবিরোধী স্ট্যাটাসকে কেন্দ্র করে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। রাত ৩টার দিকে হলের দ্বিতীয় তলা থেকে আবরারের লাশ উদ্ধার করে কর্তৃপক্ষ।

বুয়েটের সেই আবরার ফাহাদকে নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শেখ জিসান আহমেদের উদ্যোগে নির্মিত হয়েছে এটি। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩রা ডিসেম্বর। জাবির জহির রায়হান মিলনায়তনে সন্ধ্যা ৬টায় চলচ্চিত্রটি প্রিমিয়ার হবে। জাবিতে শুধুমাত্র একটি শো হবে। পাশাপাশি আগামী ৩০ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রিমিয়ার হবে চলচ্চিত্রটির।

শোতে উপস্থিত থাকবেন শহীদ আবরার ফাহাদের পরিবার, জাবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, প্রশাসন, শিক্ষকমণ্ডলী, বিভিন্ন মিডিয়া ও তারকা ব্যক্তিত্ব।

এ ছাড়া এতে উপস্থিত থাকবেন ‘রুম নাম্বার ২০১১’ এর শিল্পী ও কুশীলববৃন্দ এবং টিম জিসু এন্টারটেইনমেন্ট।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter