সহযাত্রী ডেস্ক: আজ শনিবার ৩০.০৩.২০২৪ইং , বিকাল ৫ টায় হাতিরপুল বিজনেস ফোরাম কর্তৃক আয়োজিত হাতিরপুল পাওয়ার হাউজ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস ফোরামের অন্যতম উপদেষ্টা ডা. মেসবাহ উদ্দিন সায়েম, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল্লাহ আল হাসান সানি , অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ্যাড: আলমগীর হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ ইস্রাফিল হোসেন ।
অনুষ্ঠানে বক্তারা বিজনেস ফোরামের সার্বিক উন্নতির জন্য বিভিন্ন দিক নির্দেশনা সহ, এই বিজনেস ফোরামকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এর মাধ্যমে মানুষের সার্বিক কল্যাণের জন্য বিশেষভাবে দোয়া করা হয়। বর্তমান জাতির এই ক্রান্তিলগ্নে ব্যবসায়ীদের সচেতন ভাবে দেশীয় পণ্যের ব্যবসা সম্প্রসারণ বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস ফোরামের এর অন্যতম সদস্যবৃন্দ মোঃ জামাল হোসেন, মোঃ আব্দুল্লাহ মামুন, মোঃ ইয়াছিন আলী সহ আরো নেতৃবৃন্দ। পরিশেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি