সহযাত্রী ডেস্ক: দৈনিক সহযাত্রী পত্রিকার সম্পাদক ও দৈনিক সমাচারের সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আবু হানিফ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর এই সাফল্যে দৈনিক সহযাত্রী পরিবারের পক্ষ থেকে পত্রিকার প্রধান উপদেষ্টা কবি কামরুল আহসান হাসান ও প্রকাশক খন্দকার মারজান অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, সকল সাংবাদিকদের ধন্যবাদ জানাই আবু হানিফ মতো একজন গুণী সাংবাদিক কে তারা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করেছেন।
তিনি দীর্ঘদিন যাবত অত্যন্ত পেশাদারিত্ব নিয়ে সাংবাদিক অঙ্গনে সু- নামের সাথে কাজ করে আসছেন। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছি।